যৌক্তিক রাজস্ব আদায়ে জোর দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
dailybangla
26th Jan 2025 11:34 am | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: রাজস্ব আহরণ যেন যৌক্তিক হয়, পাশপাশি ব্যয়টাও যেন যৌক্তিক হয়; আমরা সেদিকে জোর দিচ্ছি বলে জানিয়েছেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, অনেক সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু এই মুহুর্তে বড় দরকার অর্থনীতির সংস্কার। প্রক্রিয়া ও আইন যা আছে তা ঠিকভাবে ব্যবহার করতে হবে।
সরকার সিস্টেম ঠিকভাবে ব্যবহার করতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের একটু পজিটিভ স্ট্যান্ড চাই। সব জিনিসের দাম একত্রে কমবে না, আবার একত্রে বাড়বে এমনটাও না। তবে জনগনের কষ্ট হচ্ছে এটা ঠিক।
রাজস্ব আহরণ যেন যৌক্তিক হয়, পাশপাশি ব্যয়টাও যেন যৌক্তিক হয়। সরকার সেদিকে জোর দিচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা।
বিআলো/শিলি