নানা আয়োজনে নলছিটিতে বিডি ক্লিনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত
মো.রাশেদ খান মিঠু,নলছিটি (ঝালকাঠি): ঝালকাঠির নলছিটিতে পরিচ্ছন্নতায় দেশব্যাপী পরিচিত সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “এই শহর আমার,এই দেশ আমার,পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার। আসুন সবাই প্রতিজ্ঞা করি একটি ময়লাও যত্রতত্র নয়” এই স্লোগান নিয়ে সোমবার (২৭শে জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সালাম, নলছিটি লেডিস ক্লাব এর সভাপতি ফারহানা খান মিথিলা, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জল হোসেন চৌধুরী,নলছিটি পৌরসভার নির্বাহী ইঞ্জিনিয়ার আবুল হোসেন,বিডি ক্লিন নলছিটির উপদেষ্টা শাহদাত ফকির, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিডি ক্লিনের সদস্যরা।বিডি ক্লিনের বিশেষ ডকুমেন্টরি প্রদর্শনী,সংগীত পরিবেশন,প্রীতি ক্রিকেট ম্যাচ সহ বিভিন্ন কর্মসূচির মধ্য, দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।