• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ৭০০তম জয়ে নতুন মাইলফলকে রোনালদো 

     dailybangla 
    04th Feb 2025 1:29 pm  |  অনলাইন সংস্করণ

    ক্রীড়া ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদো মানেই যেন এখন নতুন কোনো রেকর্ড। রোনালদো গোল করলে রেকর্ড, জিতলে রেকর্ড, এমনকি কখনো কখনো শুধু খেললেও হয়ে যায় রেকর্ড। গতকাল রাতে যেমন ম্যাচ জিতে নতুন আরেকটি রেকর্ড গড়লেন রোনালদো।

    সৌদি প্রো লিগের ম্যাচে বৃহস্পতিবার রাতে আল–রায়েদের বিপক্ষে ২–১ গোলে জিতেছে রোনালদোর আল নাসর। জয়ের পথে দলের হয়ে দ্বিতীয় গোলটি আসে পর্তুগিজ মহাতারকার কাছ থেকে।

    এটি আল নাসরের হয়ে ৯৪ ম্যাচে রোনালদোর ৮৫তম গোল, আর সব মিলিয়ে তাঁর ক্যারিয়ারের ৯২১তম গোল। তবে গোল করে নয়, রোনালদো রেকর্ড গড়েছেন ম্যাচ জিতে।

    সৌদি লিগে পাওয়া এ জয় রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ৭০০তম জয়। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ ম্যাচ জেতার অনন্য রেকর্ড গড়লেন আল নাসর তারকা।

    স্পোর্তিং লিসবনের হয়ে যাত্রা শুরু করা রোনালদো নিজের আঁতুড়ঘরের হয়ে জিতেছিলেন ১৩ ম্যাচ। এরপর স্যার আলেক্স ফার্গুসনের হাত ধরে রোনালদো চলে যান ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্লাবটির হয়ে দুই মেয়াদে রোনালদো জিতেছেন ২১৪ ম্যাচ। সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নেওয়া রোনালদো সবচেয়ে সফল সময় পার করেন রিয়াল মাদ্রিদে।

    লা লিগার ক্লাবটির হয়ে দারুণ সব অর্জনের পথে রোনালদো জিতেছেন ৩১৬ ম্যাচ। ২০১৮ সালে রোনালদো রিয়াল ছেড়ে যোগ দেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। সেখানে তার জয় ছিল ৯১ ম্যাচে।

    আর বর্তমানে আল নাসরের হয়ে রোনালদোর জয় ৬৬ ম্যাচে। সব মিলিয়ে রোনালদো জিতলেন ৭০০ ক্লাব ম্যাচ। এখন পর্যন্ত আর কোনো ফুটবলারই ক্লাবের হয়ে ৭০০ ম্যাচ জেতার মাইলফলক স্পর্শ করতে পারেনি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031