চাঁদপুরের মতলব উত্তরে মৈষাদী গ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই শিশুর সালমান (৩)। সে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামের শাহরিয়ার প্রধানের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (৪ জানুয়ারী) দুপুরে শিশু সালমান সকলের চোখ ফাঁকি দিয়ে পুকুরের পানিতে ডুবে উপজেলার গজরা ইউনিয়নের মৈষাদী গ্রামের জনৈক শাহরিয়ার প্রধানের এক মাত্র ছেলে মোঃ সালমান (৩) আজ ০৪ ফেব্রুয়ারী দুপুরে সকলের চোখ ফাঁকি দিয়ে বাড়ির সামনে পুকুরে ডুবে মারা যায়।
শিশুটিকে তার পরিবার অনেক খোঁজা খুঁজি করে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির সামনে পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখতে পায়।
পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু সালমান তিন ভাই দুই বোনের মধ্যে দ্বিতীয়। শিশুটির বাড়িতে শোকের মাতম চলছে। শিশু সালমানের মায়ের কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে।
বিআলো/তুরাগ