• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান 

     dailybangla 
    05th Feb 2025 6:55 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িতদের বিচার এবং গ্রেপ্তারের দাবিতে গণঅধিকার পরিষদ (জিওপি) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে চাঁদপুর মাইক্রো স্ট্যান্ডে গণঅধিকার পরিষদ জেলা কার্যালয়ের সম্মুখে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মোঃ আরিফুল ইসলাম তালুকদার।

    তিনি বলেন, ছাত্র-জনতা-নাগরিক অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা তার প্রভু রাষ্ট্র ভারতে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করছে এবং ষড়যন্ত্রমূলক অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উসকানি প্রদান করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে ইতোমধ্যে গণহত্যাকারী দল আ.লীগের নেতাকর্মীরা সারা দেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল ও গণসংযোগ শুরু করেছে।

    তিনি আরও বলেন, ছাত্র-জনতা-নাগরিক অভ্যুত্থানের সরকারকে উৎখাত করতে দেশব্যাপী নাশকতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশে তারা হরতাল-অবরোধের কর্মসূচি ঘোষণা করে। এ ছাড়া জুলাই-আগস্টে ছাত্র-জনতা-নাগরিকদের গণঅভ্যুত্থানে বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ চালানো অপরাধীদের কতজন গ্রেপ্তার হয়েছে সরকারের কাছে সেটি জানতে চাই।

    চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসানের পরিচালনায় আরও বক্তব‌্য রা‌খেন ঢাকা উত্তর পেশাজীবী অধিকার পরিষদ আহ্বায়ক এস এম গা‌লিফ, জেলা গণঅ‌ধিকার প‌রিষ‌দের যুগ্ম আহবায়ক জা‌কির হোসেন, মোশারফ হো‌সেন, ইয়াকুব হোসেন আকাশ, যুগ্ম সদস্য সচিব মোঃ হাসান মিজি, জেলা যুব অ‌ধিকা‌র পরিষদের সাধারণ সম্পাদক শরীফ হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সাধারণ সম্পাদক নূরনবী আহমেদ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক পারভেজ পাটওয়ারী, সদস্য সচিব রুবেল চৌধুরী, সদর উপ‌জেলা যুব অধিকার পরিষদের সদস্য স‌চিব আল আ‌মিন সোহাগ, ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপ‌তি আ‌রিফ হো‌সেন।

    বিক্ষোভ সমাবেশ শেষে গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031