• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কর্পোরেট সিংগার হিসাবে ট্র্যাব এওয়ার্ড পেলেন এফএম ইকবাল বিন আনোয়ার ডন 

     dailybangla 
    09th Feb 2025 6:35 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন প্রতিবেদক: রাজধানী ঢাকার কাওরান বাজারে প্যান প্যাসিফিক হোটেল সোনারগাওয়ে গতকাল সন্ধ্যা ৬ টায় টেলিভিশন রিপোর্টারস এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ২৬ তম ট্রাব এওয়ার্ড প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কালের কন্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা প্রফেসর ড: সুকোমল বড়ুয়া, বিএনপির কালচারাল সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ব্রাইট গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মাসুদ হাসান লিটন এটিএন বাংলার উপদেস্টা তাশিক আহমেদ, প্রফেসর হাসিনা বেগম,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক খুরশীদ আলম বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ ঢাকা রিপোর্টারস ইউনিটির সাধারন সম্পাদক মাইনুল হাসান সোহেল ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পন।

    অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত সহ কয়েকটি বিভাগে সম্মাননা দেয়া হয়। এতে সম্মানিত জুরি বোর্ডের মাধ্যমে কর্পোরেট সিংগার হিসাবে সম্মাননা গ্রহন করেন এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

    জানা যায়, তিনি টাংগাইল জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন সেখানেই স্কুল কলেজ শেষ করে ময়মনসিংহের এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেন। তিনি ছাত্রজীবনে প্রথম চাকুরী হিসাবে সাংবাদিকতাকেই বেছে নেন, পরবর্তীতে ঢাকার তেজগায়ে অবস্থিত বিএএফ শাহীন কলেজে দীর্ঘ দেড় যুগ শিক্ষকতা করে বর্তমানে তিনি ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি র স্পোর্টস এডভাইজর এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এফ এম ইকবাল বিন আনোয়ার সাংবাদিকতা, শিক্ষকতা, একজন দায়িত্বশীল কর্মকর্তা থাকার পরেও তার রয়েছে সংগীতাংঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা তিনি এযাবর প্রায় দুইশতের অধিক গান লিখেছেন ও সুর করেছেন এরমধ্যে প্রায় ৭০টি গান বাংলাদশ টেলিভিশন সহ দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। ডন বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত সংগীত শিল্পী।

    করোনাকালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে যুবসমাজের ইউনিটি সিস্টেম ডেভলপমেন্টে ছিল তার ব্যাপক অবদান। এফ এম ইকবাল বিন আনোয়ার ডন সম্বন্ধে ট্রাবের সভাপতি কাদের মনসুর ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুমন চোধুরীর কাছে জানতে চাইলে তারা জানান ডন সাহেব আপাদমস্তক একজন কালচারাল ফিগার, অত্যান্ত ভাল মনের মানুষ শুধু বিনোদনে নয় বাংলাদেশের ক্রীড়াংঙ্গনেও রয়েছে তার ব্যাপক পদচারনা ও জনপ্রিয়তা একজন কর্পোরেট পারসন হয়েও তার এহেন অবদান ই তার বড় যোগ্যতা আমরা তাকে সম্মানিত করতে পেরে গর্ববোধ করছি।

    এখানে উল্লেখ্য যে, ট্র‍্যাব এওয়ার্ড ২০২৫-এ চলচ্চিত্রে আজীবন সম্মাননা পেয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও মিশা সওদাগর। এছাড়া চিত্রনায়ক, ইমন, রোশান, সজল,খায়রুল বাসার, নিহা, প্রভা, কুসুম, সংগীতে ইথুন বাবু, এফএ সুমন, মৌসুমী সহ আরো অনেকে ট্র‍্যাব এওয়ার্ড গ্রহন করেন।

    বিআলো/নিউজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031