• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আ.লীগ নেতারা এলাকায় না থাকলেও দূর থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে: এম মঞ্জুরুল করিম রনি 

     dailybangla 
    10th Feb 2025 12:08 am  |  অনলাইন সংস্করণ

    মোঃ আনোয়ার হোসেন: ড. ইউনূস সরকার আমাদের আন্দোলনের ফসল বলে জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

    রবিবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় লক্ষীপুরা বেসরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    এম মঞ্জুরুল করিম রনি বলেন, আমরা ৫ই আগষ্টের আগে যে সমাজব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে দেখেছি গাজীপুরেও তার ব্যতিক্রম না। গাজীপুরে মাদক এবং সন্ত্রাসের একটি আখড়া করা হয়েছিল সেখান থেকে আমরা পরিবর্তন চাচ্ছি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, একটি নতুন বাংলাদেশের অঙ্গীকার করেছেন, একটি পরিবর্তিত সমাজের অঙ্গীকার করেছেন একই সঙ্গে একটি পরিবর্তিত রাজনৈতিক ব্যবস্থার অঙ্গীকার করেছে, সে অঙ্গীকার যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয় আমাদের ছাত্র এবং যুব সমাজ তাদেরকে উনি সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন এবং ওদেরকে প্রাধান্য দিয়েই তিনি রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করছেন।

    এম মঞ্জুরুল করিম রনি আরও বলেন, আগামীতে আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা বাংলাদেশে গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে কাজ করছেন। সুতরাং এই যুব সমাজকে দায়িত্ব নিতে হবে। বিশেষ করে গাজীপুরের লক্ষীপুরা থেকে এ সমাবেশ শুরু হয়েছে আমরা প্রতিজ্ঞা করি সন্ত্রাস এবং মাদককে দূর এবং নির্মূল করব। সেটার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা দরকার। যে সকল আওয়ামী সন্ত্রাসী বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বেশিরভাগই এখন এ ঘোরাফেরা করছে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

    বিএনপির নেতা এম মঞ্জুরুল করিম রনি বলেন, আওয়ামী লীগ নেতারা এলাকায় না থাকলেও দূর থেকে এসব সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। জনগণ যেন হাতে আইন তুলে না নেয়, সেই জন্য প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সে জন্য আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে চাই। এই সমাবেশ থেকে পুলিশ এবং প্রশাসনকে আহ্বান জানান, যাদের কারণে গাজীপুরে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, এইসব ঘটনা সঙ্গে ষড়যন্ত্রকারীরা লিপ্ত রয়েছে, এবং বিভিন্ন জায়গা থেকে নির্দেশনা দিচ্ছে, ভার্চুয়াল মিটিং করছে তাই তাদের দ্রুত গ্রেপ্তার না করলে তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।

    বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, এই ইউনুস সরকার আমাদের আন্দোলনের ফসল। আমরা এই সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। এই প্রশাসনকে সহযোগিতা করছি। কিন্তু আজকে তাদেরও কিছু দায়িত্ব আছে সে দায়িত্ব যদি ওনারা পালন করেন তাহলে আমাদের মাঠ থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার সেটা করব। কিন্তু এই ষড়যন্ত্রকারী সন্ত্রাসীদের অবশ্যই গ্রেফতার করতে হবে বলেও জানান তিনি। বলেন, এই ধরনের আয়োজন যেন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সমাজের মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে পারেন।

    ৫ আগস্ট এর আগে যে ধরনের সমাজ ব্যবস্থা ছিল, সন্ত্রাসী এবং আওয়ামী ছাত্রলীগের ভয়ে মানুষজন আতঙ্কিত থাকতো সে ধরনের সমাজ ব্যবস্থা আমরা চাই না। আমাদের যে সকল ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদেরকেও আমি আহ্বান জানাবো তারা যেন সাধারণ মানুষের সাথে এমন আচরণ না করে। ছাত্রদল, যুবদল যেন অসাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করে। তাদেরকে যেন সব সময় সহায়তা করে। ছাত্রলীগ যে কাজটি করেছিল তারা যেন সেই কাজটি না করে সেই ব্যাপারে সতর্ক থাকার জন্য বলেন তিনি।

    এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ উত্তর বিভাগের উপ- পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদ সহ স্থানীয় নেতা কর্মীরাসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930