ভবন নির্মাণে অনিয়ম, ৭ তলার দেয়াল ধসে নিহত ১
মো. আনোয়ার হোসেন: নিয়ম বহির্ভূত নির্মাণাধীন ভবনে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা সংশ্লিষ্ট কর্মকর্তাদের। বেআইনি অর্থের বিনিময়ে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের সুযোগ করে দেওয়ার অভিযোগ পুরানো। এক্ষেত্রে স্থানীয়দের দাবি, নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির নজির স্থাপন করা গেলে নকশার ব্যর্থয় হওয়ার ঘটনা কমিয়ে আনা সম্ভব।
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পাশে নূর ফ্যাশনের নির্মাণাধীন ভবনের ৭ তলা থেকে দেয়াল ভেঙ্গে পড়ে পাশের টিনশেড বাড়ির উপরে পড়ে। এতে ভাড়াটিয়া কল্পনা (৩৫) ও তার মেয়ে তানজিলা (১৫) গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কল্পনা ও তার মেয়ে তানজিলা দুজনই গার্মেন্টস কর্মী। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে তাদের ছুটি থাকায় দুপুরে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ ভবনের ৭ তলার দেয়াল ধসে ধ্বংসস্তূপ টিনের ছাল থাকায়
সরাসরি তাদের ঘরের উপর পড়ে। ফলে তারা মারাত্মকভাবে আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানজিলাকে মৃত ঘোষণা করেন।
অনুসন্ধানে জানা যায়, নির্মাণাধীন নূর ফ্যাশনের মালিক নরুল ইসলাম ঢালি ও মহর খাঁ স্থানীয় প্রভাবশালী হওয়ায় নিহতে মারা যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করতে পারে নিহতে পরিবার। ভবনটির মালিক কৌশলে নিহতের মাকে ১ লাখ ৬০ হাজার টাকা দিয়ে তাদেরকে এলাকা থেকে বিতারিত করে। এবিষয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজমান।
নূর ফ্যাশনের মালিক নরুল ইসলাম ঢালির ছেলে রায়হান জানান, ভবনের ৭ তলা তিনি মোহর খাঁ’র কাছে বিক্রি করেছেন এবং বর্তমানে তিনি নির্মাণকাজ পরিচালনা করছেন।
দুর্ঘটনার পর মোহর খাঁর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। জানা গেছে, তিনি খান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেন্টারের মালিক।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ বলেন, “ঘটনাটি আমাদের থানার পাশেই ঘটেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি। কিন্তু নিহতের পরিবার কোন অভিযোগ দায়ের করে নি ।”
এদিকে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মনে করেন, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ভবন নির্মাণের সময় নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা জরুরি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এবিষয়ে জানতে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত পরিদর্শক মালেক জানান, ঘটনাটি আমি অবগত আছি। আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) উনি সরেজমিনে তদন্ত করতে যাবেন।
বিআলো/তুরাগ