• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রোয়াংছড়ির দেবতাখুমে পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার 

     dailybangla 
    10th Feb 2025 10:39 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই বছর পর মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) থেকে উঠে যাচ্ছে বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার অন্যতম পর্যটন আকর্ষণ দেবতাখুম ভ্রমণের নিষেধাজ্ঞা। পর্যটকেরা আগের নিয়মে রোয়াংছড়ি থানায় নিজেদের পরিচয় লিপিবদ্ধ করে দেবতাখুম ঘুরে আসতে পারবেন।

    আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসক শামীম আরা এ কথা জানিয়েছেন।

    দেবতাখুম পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য। বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলার দুর্গমে কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতার কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এই ধারাবাহিকতায় গত বছরের ৮ অক্টোবর জেলায় পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গত ৬ নভেম্বর জেলার চারটি উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় বহাল রাখা হয়।

    দেবতাখুম থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বহুদিন ধরে দাবি জানিয়ে আসছেন। পর্যটনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেবতাখুম পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দিতে উপজেলা প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। পর্যটকদের আগের নিয়ম অনুযায়ী রোয়াংছড়ি থানায় নাম-পরিচয়, মুঠোফোন নম্বর লিপিবদ্ধ করে প্রশাসনের নিবন্ধিত টুরিস্ট গাইড সঙ্গে নিয়ে দেবতাখুমে যেতে হবে। এ বিষয়ে টুরিস্ট গাইড সমিতিকেও জানিয়ে দেওয়া হয়েছে।

    বর্তমানে রোয়াংছড়ির শুধু দেবতাখুমে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে বলে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান। তিনি বলেন, দেবতাখুমে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল থাকবে। এ জন্য নিরাপত্তার কোনো সমস্যা হবে না।

    জেলা প্রশাসক শামীম আরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে দেবতাখুম থেকে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আজ রাতে অথবা আগামীকাল সকালে নিষেধাজ্ঞা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930