বিশ্ব ভালোবাসা দিবসে বঙ্গ জুড়ে চলচ্চিত্র কাগজের বউ
সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর: ডি এ তায়েব, পরীমনি, ইমন, আবুল হায়াত, দিলারা জামান, আনহা তামান্না ও সুমন মাহমুদ অভিনীত এবং চয়নিকা চৌধুরী পরিচালিত কাগজের বউ চলচ্চিত্রটি গত বছরের শুরুর দিকে দেশের সকল প্রেক্ষাগৃহে জয় জয়কার তুলেছিল। আবহমান বাংলার সামাজিক এবং পারিবারিক গল্পনির্ভর চলচ্চিত্রটি দর্শক আলোচনায় ছিল বছরজুড়ে।
অবশেষে আন্তর্জাতিক বাংলাভাষী মানুষের বিনোদন মনের তেষ্টা মেটাতে বিশ্ব ভালোবাসা দিবসে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে চলচ্চিত্রটি রিলিজ হতে যাচ্ছে। ইতিমধ্যে বঙ্গ চলচ্চিত্রটিকে ঘিরে সার্বিক প্রচারণাও শুরু করেছে।
এ সম্পর্কে চিত্রনায়ক ডিএ তায়েব বলেন, কাগজের বউ আমার জন্য অন্যরকম একটি সিনেমা, সামাজিক কাহিনী এবং বলিষ্ঠ নির্মাণশৈলের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীদের প্রচেষ্টা চলচ্চিত্রের মানকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে, আর এজন্যই বছর ঘুরে গেলেও কাগজের বউ এর জনপ্রিয়তা অক্ষুন্ন রয়েছে।
গত বছরে পেক্ষাগৃহে ব্যাপক সাফল্যের পর এ বছর আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও সমান ভাবে জনপ্রিয়তা ধরে রাখবে বলেই প্রত্যাশা করছেন চলচ্চিত্রটির নির্মাতা এবং কলাকৌশলী বৃন্দ।
বিআলো/তুরাগ