যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ও তার স্ত্রীর দেশত্যাগের নিষেধাজ্ঞা
dailybangla
11th Feb 2025 8:54 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগ তদন্তাধীন থাকায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ও তার স্ত্রী লায়লা খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বিষাণ ঘোষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গতকাল সোমবার এ আদেশ দেন। আজ মঙ্গলবার দুদকের প্রসিকিউট মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়, এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। লায়লা খানের ব্যাংক হিসাবে মোটা অঙ্কের টাকা জমা রেখেছেন প্রাক্তন ওই পুলিশ কর্মকর্তা। ওই দম্পতি দেশ থেকে পালানোর চেষ্টা করছেন। তারা পালিয়ে গেলে তদন্ত ব্যাহত হতে পারে। তাই, তাদের বিদেশ গমন রহিত ভ্রমণে নিষেধাজ্ঞা প্রয়োজন।
বিআলো/তুরাগ