কারওয়ান বাজারে ইটিভি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
dailybangla
15th Feb 2025 10:35 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে ইটিভি ভবনের (জাহাঙ্গীর টাওয়ার) নিচ তলায় পেয়ার রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শনিবার রাত ৮টা ২০ মিনিটে জাহাঙ্গীর টাওয়ারের নিচ তলায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান।
তিনি বলেন, ইটিভি ভবনের নিচ তলায় একটি রেস্টুরেন্টে রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ৮টা ২৬ মিনিটে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
বিআলো/শিলি