ভালোবাসা দিবসে শয্যাশায়ী ঋতাভরী!
dailybangla
15th Feb 2025 11:17 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবসের দিনে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়ে শয্যাশায়ী ঋতাভরী চক্রবর্তী। এমনটা জানিয়েছেন অভিনেত্রীর মা শতরূপা সান্যাল।
তিনি জানান, বীভৎসভাবে পা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শ মেনে উঁচু জায়গায় পা তুলে রাখতে হয়েছে তাকে। সঙ্গে অনবরত বরফ দেওয়া হচ্ছে।
অভিনেত্রীর মা আরও জানিয়েছেন, গত রাতে নিজের বাড়িতে যাওয়ার আগে মায়ের কাছে গিয়েছিলেন। সম্ভবত তখনই সিঁড়িতে পা মচকে যায় ঋতাভরীর। সে সময় ততটাও ব্যথা অনুভব করেননি। বুঝতে পারেননি, এতটা বাড়াবাড়ি হয়ে যাবে।
“শুক্রবার সকালে উঠে ফোন করে বলল, মা পায়ে প্রচণ্ড ব্যথা। ভীষণ ফুলে গেছে। মাটিতে পা ফেলতে পারছি না। দাঁড়াতেও পারছি না। তখনই চিকিৎসককে ফোন করি।” বললেন শতরূপা।
আপাতত বিশ্রামে রয়েছেন ঋতাভরী। আজকে ওয়েবের শুটিংয়ে অংশ নেবার কথা ছিল তার। আপাতত শুটিং পণ্ড অভিনেত্রীর।
বিআলো/শিলি