• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাসপাতাল ক্লিনিকে পরিদর্শন 

     dailybangla 
    18th Feb 2025 6:50 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: চাঁদপুরের হাসপাতাল ও ক্লিনিকে মাদকদ্রব্য ব্যবহার লাইসেন্স প্রদানের জন্য পরিদর্শন কার্যক্রম শুরু করেছে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) শহরের স্টেডিয়াম রোডস্থ আলোক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এ সময় তিনি হাসপাতালের অপারেশন থিয়েটার, রোগীদের কেবিলসহ যাবতীয় বিষয় পরিদর্শন করেন।

    পরিদর্শন শেষে তিনি বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে হাসপাতাল ও ক্লিনিকে অপারেশন কাজে পেথিডিন ও মরফিন কিংবা উহার বিকল্প নেলবান ইনজেকশনের ভূমিকা অপরিসীম থাকায় এদেরকে জীবন রক্ষাকারী ঔষধ বলা হয়ে থাকে। এছাড়াও ব্যথানাশক ও-মরফিন, ট্যাপেন্টাডল জাতীয় ট্যাবলেট রয়েছে। এগুলোর প্রত্যেকটি ডেঞ্জারাস ড্রাগস। কারণ এগুলোর অপব্যবহার করে উল্লেখযোগ্য সংখ্যক মাদকসেবীরা। যা প্রতিরোধ করা খুবই জরুরী।

    এ লক্ষ্যে অপব্যবহার রোধকল্পে এবং অপারেশনের মান ধরে রাখতে রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার হাসপাতাল ক্লিনিকে মাদকদ্রব্য ব্যবহার সংক্রান্ত লাইসেন্স বাধ্যতামূলক করেছে।

    তিনি আরও বলেন, কোন হাসপাতাল চালু করার পূর্বশর্ত হলো হাসপাতাল কর্তৃপক্ষ মাদকদ্রব্য ব্যবহারের লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে কিনা তা নিশ্চিত হওয়া এবং চলমান হাসপাতালের ক্লিনিক লাইসেন্স নবায়নের শর্ত হচ্ছে কর্তৃপক্ষ মাদকদ্রব্য ব্যবহারের লাইসেন্স নবায়ন করেছে কিনা তা নিশ্চিত হওয়া। আমাদের কাছে আবেদন করার পর আমরা সরেজমিনে তদন্ত করি। এরপর যদি কারও কাগজের ঘাটতি হয়, আমরা চিঠি দিই। তারা কাগজপত্র সঠিকভাবে দেওয়ার পর আমরা তা চট্টগ্রাম পাঠাই। সেখান থেকে ঢাকায় পাঠালে ছাড়পত্র অনুমোদন করে পাঠানো হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930