মেট্রোরেল চলাচল বন্ধের কর্মসূচি স্থগিত করলেন কর্মকর্তা-কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা চূড়ান্ত না হলে মেট্রোরেল চালানো থেকে বিরত থাকার কর্মসূচি ৩০ দিন স্থগিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা।
ফলে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বাভাবিকভাবেই মেট্রোরেল চলবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমটিসিএলের একাধিক স্থায়ী কর্মী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তারা জানান, ডিএমটিসিএলের বর্তমান এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আজ মন্ত্রণালয়ে গিয়ে সিনিয়র সচিব ও উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তারা আন্দোলনরত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন এবং কিছু সময় চেয়েছেন।
এ ক্ষেত্রে কর্মচারীরা ৩০ দিনের সময় দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময়ের মধ্যে জনবান্ধব সার্ভিস রুলস প্রণয়ন করা হবে বলে তারা আশা প্রকাশ করছেন।
এমতাবস্থায়, আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ হতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিরবিচ্ছিন্নভাবে মেট্রোরেল সেবা চলমান থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যে চাকুরি বিধিমালা প্রণয়ন না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বিআলো/শিলি