• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আমার আবার জন্ম হয়েছে: তিশা 

     dailybangla 
    28th Feb 2025 12:01 am  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: ছোট পর্দার বড় তারকা অভিনেত্রী তানজিন তিশা। নাটক ইন্ডাস্ট্রির পাশাপাশি তিনি ব্যস্ত থাকেন ওটিটির কাজ নিয়েও।

    সম্প্রতি দেশের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম। নাম ‘ঘুমপরী’। জাহিদ প্রীতমের নির্মাণে কাজটি নিয়ে এই অভিনেত্রী সম্প্রতি নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

    যেখানে তিনি জানান, এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র তাকে অভিনেত্রী হিসেবে নতুন করে আবার জন্ম দিয়েছে।

    তিশার ভাষ্য, “কিছু চরিত্র থাকে, যা একজন আর্টিস্টকে নতুন করে জন্ম দেয়। আমার বেলাতেও এমনটি হয়েছে। গল্পটি যখন আমি পাই। এর পরই আমি সিদ্ধান্ত নিই কাজটি করব। তারপর ভেতরে ভেতরে একটু ভয় হয় যে, আসলে চরিত্রটি আমি করতে পারব কি না। তবে নির্মাতার ওপর আমার ভরসা ছিল। সে যে আমার ভেতর থেকে সেরাটি বের করে আনবে। তেমনটাই হয়েছে। কাজটি সম্পন্ন করার পর মনে হয়েছে ‘ঘুমপরী’- তে আমার যে চরিত্র ‘জ্যোতি’।

    এটি আমার অভিনয় জীবনের অন্যতম একটি সেরা চরিত্র হয়ে থাকবে। এর কারণ দর্শকের ভালোবাসা। কাজটি প্রকাশের পর থেকে সবই খুব প্রশংসা করছে। এমন একটি চরিত্র আমাকে উপহার দেওয়ার জন্য আমার নির্মাতা ও ‘ঘুমপরী’ টিমকে ধন্যবাদ। কাজটি আসলেই আমার কাছে স্পেশাল।”

    ‘ঘুমপরী’র মাধ্যমে চরকির সঙ্গে প্রথমবার কাজ করলেন তানজিন তিশা। যদিও নির্মাতা জাহিদ প্রীতমের সঙ্গেও বেশ কিছু কাজ করেছেন অভিনেত্রী, যা পেয়েছে দর্শকপ্রিয়তা।

    এই অভিনেত্রী আরও জানান, এর আগে তিনি অনেক ধরনের কাজ করেছেন। তবে ‘ঘুমপরী’ আলাদা তার কাছে। কারণ তিনি সবসময় চরিত্রের মাধ্যমে পারফর্ম করতে চান, যা এখানে করতে পেরেছেন বলে তিনি বিশ্বাস করেন। তার মতে এমন চরিত্রগুলোই একজন আর্টিস্টকে অন্য তারকাদের থেকে দর্শকের কাছে আলাদা করে। তাই তিনি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তার ভক্তদের কাছেও।

    বর্তমানে এই অভিনেত্রী ঈদের প্রোজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুটিংয়ের পাশাপাশি তার রয়েছে বিভিন্ন ইভেন্টের ব্যস্ততাও, যা নিয়ে ক্যারিয়ারের সুন্দর একটি সময় পার করছেন তানজিন তিশা।

    সবশেষ তিশাকে দেখা গেছে নাটক বসন্তবৌরিতে। যেটি ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। এতে তিশার বিপরীতে অভিনয় করেন খায়রুল বাশার। বর্তমানে তারা জুটি হয়ে এরই মধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন, যা পেয়েছে দর্শকপ্রিয়তাও। তাই সামনে ঈদেও দেখা যাবে তাদের নাটক।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930