• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ 

     dailybangla 
    01st Mar 2025 10:00 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক ফোন এবং ভিডিও কলিং সেবা স্কাইপ ২০ বছর পর পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। মাইক্রোসফট নিশ্চিত করেছে, আগামী মে মাস থেকে স্কাইপ আর ব্যবহারযোগ্য হবে না। তবে স্কাইপের লগ ইন তথ্য দিয়ে বিনা মূল্যে মাইক্রোসফট টিমস ব্যবহার করা যাবে। শিগগিরই উন্মুক্ত হবে এই সেবা।

    ২০০৩ সালে এস্তোনিয়ায় প্রথম চালু হয় স্কাইপ এবং দ্রুত সারা বিশ্বে আন্তর্জাতিক কলিংয়ে সহজতর ও সস্তা সেবা হিসেবে জনপ্রিয়তা লাভ করে। ২০০৫ সালে স্কাইপ কিনে নেয় ই-কমার্স কোম্পানি ইবে। ২০০৯ সালে সেই অংশীদারত্ব ভেঙে স্কাইপের ৬৫ শতাংশ শেয়ার বিক্রি করে দেয় কোম্পানিটি।

    এরপর ২০১১ সালে ৮ দশমিক ৫ বিলিয়ন বা ৮৫০ কোটি ডলারে স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট। সেই সময় এটি ছিল মাইক্রোসফটের সবচেয়ে বড় একক অধিগ্রহণ।

    মাইক্রোসফটের ৩৬৫ কলাবরেটিভ অ্যাপস অ্যান্ড প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট জেফ টেপার এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘স্কাইপ আধুনিক যোগাযোগের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমাদের জন্য এটি গর্বের বিষয় যে, আমরা এর অংশ ছিলাম।’

    এ ছাড়া মাইক্রোসফট টিমস নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ব্যবহারকারীদের আরও কার্যকরভাবে সংযুক্ত রাখবে বলে আশা করছে জেফ টপার।

    স্কাইপের জনপ্রিয়তা গত কয়েক বছরে ধীরে ধীরে কমেছে। বিশেষ করে মহামারির পর যেসব প্রতিদ্বন্দ্বী অ্যাপ, যেমন জুম, গুগল মিট এবং সিসকো ওয়েবেক্স আরও শক্তিশালী হয়েছে। এর পাশাপাশি অ্যাপল ও মেটা ফেসটাইম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলোও তার প্রতিযোগী হিসেবে সামনে এসেছে।

    স্কাইপের বিদায়ের এই অধ্যায় নতুন যুগের সূচনা, যেখানে মাইক্রোসফট টিমসের মতো আধুনিক ও শক্তিশালী প্ল্যাটফর্মের দিকে মনোযোগ দেওয়া হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930