• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ 

     dailybangla 
    05th Mar 2025 10:57 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: সৌরবিদ্যুতে চলা নতুন ল্যাপটপ উন্মোচন করল লেনেভো। স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটি ল্যাপটপটি ব্যবহারকারীদের বিদ্যুৎ তারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাইরের পরিবেশে কাজ করতে উৎসাহ দেবে।

    এই ল্যাপটপটির নাম ‘ইয়োগা সোলার পিসি’, যা ল্যাপটপের লিড বা ঢাকনার ওপর সোলার প্যানেল বসিয়ে তৈরি করা হয়েছে। এটি যেকোনো আলোক উৎস থেকে শক্তি শোষণ করে নিজের ব্যাটারি চার্জ করতে পারে। তবে বাইরে সূর্যের আলোয় কাজ করার সময় এটি সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করবে।

    এই ইয়োগা সোলার পিসিকে বাজারে আনার কোনো পরিকল্পনা এখনো ঘোষণা করেনি লেনোভো। আগামী জুনে ৩ হাজার ৪৯৯ ডলার মূল্যে বাজারে আসবে লেনেভোর থিংকবুক প্লাস জেন ৬। গত বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কনসেপ্ট ল্যাপটপ হিসেবে এটি উন্মোচন হয়।

    ইয়োগা সোলার পিসির সূর্য রশ্মি শোষণকারী প্যানেলটি ৮৪টি সৌর কোষের সমন্বয়ে তৈরি। প্যানেলের পেছনে সব মাউন্টিং ব্র্যাকেট এবং বৈদ্যুতিক কন্টাক্টগুলো অবস্থিত, যা শক্তি সংগ্রহ এবং স্থানান্তর করতে সাহায্য করে। প্যানেলের সামনের দিকটি বেশি আলো শোষণ করতে সক্ষম, যার ফলে লেনোভো ২৪ শতাংশেরও বেশি কনভারশন রেট (শোষিত সূর্যালোককে ব্যবহারযোগ্য বিদ্যুতে রূপান্তর করার হার) অর্জন করতে পারে।

    এটি বর্তমান ইলেকট্রনিকসে ব্যবহৃত অধিকাংশ সিলিকনভিত্তিক সোলার প্যানেলের চেয়ে আরও বেশি দক্ষ। তবে এটি সেই প্যানেলগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে আছে, যেগুলোর ওপর একটি অতিরিক্ত পেরোভস্কাইট ফিল্ম থাকে। এটি আলো শোষণ এবং দক্ষতাকে ৪৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে।

    লেনোভো দাবি করছে যে মাত্র ২০ মিনিটেই সূর্যালোক থেকে সরাসরি শক্তি শোষণ করে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করতে পারে ইয়োগা সোলার পিসির প্যানেলটি, যা ১ ঘণ্টার ভিডিও চালানোর জন্য যথেষ্ট।

    এই ল্যাপটপে ইনটেলের লুনার লেক প্রসেসর, ৩২ জিবি র‌্যাম এবং ১ টিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এর পুরুত্ব ১৫ মিলিমিটার এবং ওজন প্রায় ২ দশমিক ২৯ পাউন্ড (১ দশমিক শূন্য ৪ কেজি), ওএলইডি ডিসপ্লের আকার ১৪ ইঞ্চি। ব্যবহারকারীরা যাতে সবচেয়ে ভালোভাবে সূর্যালোক ব্যবহার করতে পারে, সে জন্য ল্যাপটিতে ডাইনামিক সোলার ট্র্যাকিং সিস্টেম সফটওয়্যার অন্তর্ভুক্ত করা হয়েছে। প্যানেলের মাধ্যমে উৎপাদিত বর্তমান ও ভোল্টেজ দেখাবে এই সফটওয়্যার।

    এছাড়া ইয়োগা ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য এক্সটার্নাল সোলার পাওয়ার কিট কনসেপ্টও উন্মোচন করেছে লেনেভো। এই কিট বইয়ের মতো খোলা যায় এবং এতে দুটি সোলার প্যানেল থাকে, যা ব্যাকপ্যাকের সঙ্গে সংযুক্ত করা যায় বা নিজের কাছে রেখে দাঁড়িয়ে চার্জ নেওয়ার জন্য একটি ‘কিকস্ট্যান্ড’ও রয়েছে। এই কিট ইউএসবি-সি কেবলের মাধ্যমে অন্য কোনো ডিভাইসে বিদ্যুৎ দিতে পারে বা এটি একটি পাওয়ার ব্যাংক চার্জ করতে পারে যা পরবর্তীতে অন্য ডিভাইসগুলোকে চার্জ দিতে পারবে।

    লেনোভো বলছে, তারা ‘কার্যকারিতা এবং পরিবেশগত সচেতনতার মধ্যে একটি সেতু নির্মাণ’ করার জন্য এই কনসেপ্ট তৈরি করেছে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই বিকল্প শক্তির উৎসে পৌঁছাতে পারেন। ছোট সোলার প্যানেলটি পুরোপুরি চার্জ করতে কিছুটা সময় নেবে এবং আবহাওয়ার ওপরও অনেক কিছু নির্ভর করলেও বিদ্যুৎ বিভ্রাটের সময় এই ধরনের ল্যাপটপ বেশ কাজে দেবে।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031