কালিয়াকৈরে ট্রাক-সিএনজি’র সংঘর্ষে নিহত ৩
dailybangla
15th Mar 2025 1:00 pm | অনলাইন সংস্করণ
মো.মোরশেদুল আলম পালন,কালিয়াকৈর(গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৫ মার্চ) সকালে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কালিয়াকৈরে ট্রাক-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।