• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গাজীপুরে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত তিন 

     dailybangla 
    15th Mar 2025 11:05 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদিআশুলাই এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

    শনিবার সকাল ৮টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বয়স আনুমানিক ৬২ বছর ও ৫৮ বছর। তবে তাদের নাম জানা যায়নি। অপরজন হলেন অটোরিকশাচালক (৪২)।

    কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা কালিয়াকৈর বাজারে দিকে যাচ্ছিল। একপর্যায়ে অটোরিকশাটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মেদিআশুলাই এলাকায় পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও স্বামী-স্ত্রী মারা যান।

    এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930