শাকিবের হাত ধরে প্রথমবার ‘হালাল পণ্যে’র মার্কেটে বাংলাদেশ
বিনোদন ডেস্ক: ঢালিউড মেগাস্টার শাকিব খানের হাত ধরে শত বিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল কসমেটিক্স ও স্কিন কেয়ার মার্কেটে প্রবেশ করল বাংলাদেশ। রিমার্ক প্রতিষ্ঠানের পণ্যের মাধ্যমে বিশ্ব দরবারে দেশের সুনাম ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা অভিনেতার।
রোববার (১৬ মার্চ) বিকেলে বনানীর একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এমন সুখবর দেন রিমার্কের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খান। ঘোষণা দেন, শতভাগ শুদ্ধতা থাকায় হালাল পণ্য হিসেবে বিএসটিআইয়ের অনুমোদন পেয়েছে রিমার্কের পণ্য।
এর মাধ্যমে শত বিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল কসমেটিক্স ও স্কিন কেয়ার মার্কেটে প্রবেশ করেছে রিমার্কের পণ্য। এ প্রাপ্তি দেশের গর্ব ও অহংকার বলে মনে করেন শাকিব।
অভিনেতা বলেন, অনেকে হালাল পণ্য পেতে অনেক টাকা খরচ করেন। বিদেশ থেকে পণ্য নিয়ে আসেন। এখন আর তার প্রয়োজন হবে না। বিশ্বমানের পণ্য এখন নিজের দেশে থেকেই কম খরচে কিনতে পারবেন আমার দেশের মানুষ। কারণ রিমার্কের হালাল পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রাখা হয়েছে।
সবশেষে শাকিব বলেন, আশি আশা করছি, শুধু সিনেমা দিয়ে নয়, আমাদের দেশ, সংস্কৃতি নিয়ে আমরা বিশ্ব দরবারে এগিয়ে যাব এবং সব অপশক্তিকে রুখে দেব।
প্রসঙ্গত, রিমার্কের অফিশিয়াল অনুষ্ঠানেই হালাল কসমেটিক্স স্ক্রিন কেয়ারের জন্য শাকিবের হাতে রিমার্কের পণ্যের বিএসটিআই অনুমোদিত সার্টিফিকেট তুলে দেয়া হয়। এ অনুষ্ঠানে শাকিবের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, দেশসেরা ক্রিকেটার তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিম।
বিআলো/শিলি