‘কন্যা’ নিয়ে আসছেন সজল-ফারিয়া
dailybangla
17th Mar 2025 12:46 am | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরের আমেজ বাড়াতে নতুন গান নিয়ে আসছেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল। অন্তর্জালে খুব শিগগিরই প্রকাশ পাচ্ছে ‘জ্বীন ৩’ সিনেমার গান ‘কন্যা’।
ইতিমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘কন্যা’ গানের টিজার। মাত্র ৩০ সেকেন্ডের ভিডিওতে ফুটে উঠেছে উৎসবের আমেজ।
সিঁদুর লাল শাড়ি আর শুভ্র সাদা পাঞ্জাবিতে ধরা দিয়েছেন ফারিয়া ও সজল। পথে পথে হাসি মেখে, ফুলেরা ঘ্রাণ ছড়াল/উড়ে উড়ে কুহু সুরে, পাখিরা গান শোনালো- এমন মিষ্টি কথার গান শোনা যাবে ‘কন্যা’য়।
রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর সংগীতও করেছেন ইমরান।
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘জ্বীন ৩’ সিনেমার গান ‘কন্যা’ অন্তর্জালে মুক্তি পাবে আগামী ১৭ মার্চ সন্ধ্যা ৭টায়।
বিআলো/শিলি