নৌপুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত
শৃঙ্খলার আলো ডেস্ক: নৌপুলিশ হেডকোয়ার্টার্সে ২০ মার্চ বৃহস্পতিবার নৌপুলিশের ফেব্রুয়ারি মাসের মাসিক ‘অপরাধ পর্যালোচনা ও কল্যাণ’ সভা অনুষ্ঠিত হয়েছে।
নৌপুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানের সভাপতিত্বে এই সভায় নৌপুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজিবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ ও নৌপুলিশের ১১টি অঞ্চলের পুলিশ সুপারবৃন্দসহ সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ সরাসরি এবং ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সভার শুরুতে নৌপুলিশের ১১টি অঞ্চলের নৌ অধিক্ষেত্রের বিভিন্ন ঘটনায় রুজুকৃত তদন্তাধীন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। পর্যায়ক্রমে নৌপুলিশের অপারেশন কার্যক্রম যেমন উদ্ধারকৃত অবৈধ বিভিন্ন মাছ ধরার জাল, মাদক, অস্ত্র, মৃতদেহ উদ্ধার ইত্যাদি বিষয় নিয়ে পর্যালোচনা হয়।
তাছাড়া আলোচ্য মাসের উল্লেখ্যযোগ্য কার্যক্রমের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মধ্যে বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
নৌপুলিশের অতিরিক্ত আইজিপি তার বক্তব্যে বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নদীপথে জনগণের যাতায়াতকালীন নিরাপত্তায় টহল ও চেকপোস্ট জোরদারসহ নদীতে ফোর্সের অবস্থান নিশ্চিত করতে হবে। দূরপাল্লার যাত্রীবাহী নৌ পরিবহণে ডাকাতি ও দস্যুতা প্রতিরোধে বিশেষ করে অপরাধ প্রবণ এলাকায় নৌ পুলিশের টহলসহ নজরদারী বৃদ্ধি করতে হবে।
তিনি নৌ পুলিশের কার্যক্রমকে আরো বেগবান করার জন্য সকলের প্রতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদানসহ ঈদ-উল-ফিতরের আগাম গুভেচ্ছা ও ঈদ মোবারক জ্ঞাপন করেন।
বিআলো/শিলি