পঞ্চগড় পুলিশ অফিস পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি রেজাউল হক খান
শৃঙ্খলার আলো ডেস্ক: পঞ্চগড় পুলিশ অফিসের ১ম অর্ধ-বার্ষিক হিসাব পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি রেজাউল হক খান। ২০ মার্চ বৃহস্পতিবার এ পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি পঞ্চগড় সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছা. রুনা লায়লা।
পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার প্রদান শেষে তিনি উপস্থিত অফিসারদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
গার্ড অব অনার শেষে অ্যাডিশনাল ডিআইজি হিসাব শাখা, পুলিশ অফিস পঞ্চগড়ের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এরপর পুলিশ অফিসে কর্মরত পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। অ্যাডিশনাল ডিআইজি হিসেব শাখা পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছা. রুনা লায়লাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি