• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মিষ্টি জান্নাতের বিস্ফোরক মন্তব্য! 

     dailybangla 
    22nd Mar 2025 7:03 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: যদি কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে ইচ্ছে করে আমাকে সাইনিং করাবেন বলে জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত।

    ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন এ অভিনেত্রী। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন মিষ্টি জান্নাত।

    পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে নিজেই বিষয়টি পরিষ্কার করেন তিনি। জানান, পুরো বিষয়টি গুজব। নানা কারণেই আলোচিত ও সংবাদের শিরোনাম হন মিষ্টি জান্নাত। ক্যারিয়ারে সিনেমা আর অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী তার নতুন ছবি কথাসহ ঈদসালামির বিষয়ে কথা বলেছেন।

    মিষ্টি জান্নাত বলেন, ঈদসালামি অনেক পেয়েছি। এক লাখ টাকার বান্ডিল ছাড়া ঈদসালামি নেই না। আমি নিজের টাকা খরচ করে খুব কম শপিং করেছি। আমি ঈদে গিফট পাই পরিবার থেকে, বন্ধুদের থেকে। আর
    ঈদে পছন্দের মানুষকে সবসময় গিফট করা হয়।

    অভিনেত্রী বলেন, ঈদ আসলে কোনো ব্যাপার না। পছন্দের মানুষ পছন্দের থাক, পছন্দের মানুষ আমাকে গিফট করে। মানুষ আসলে সবাই যে জন্মগতভাবে অনেক প্রভাবশালী হবে, টাকা-পয়সা থাকবে—এমন না।
    বাংলাদেশের অনেক মানুষ অনেক সুন্দর মনের হয়। তবে নায়ক-নায়িকা কিংবা আর্টিস্টরা কয়জন হতে পার তাদের আলাদা কিছু গুণ রয়েছে।

    মিষ্টি জান্নাত বলেন, সব হিরোর সঙ্গে অবশ্যই কাজ করা হবে। বিগ বাজেটের দুটি সিনেমা সাইনিং হতে যাচ্ছে। হয়েছে একটা অলরেডি। আমার সিনেমার যখন নিউজ হবে, প্রযোজককে বলেছি— যদি কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে ইচ্ছে করে আমাকে সাইনিং করাবেন।

    তিনি বলেন, কারণ আমি যত সিনেমা সাইনিং করে দেশের বাইরে গেছি, এসে নায়িকা পরিবর্তন হয়ে গেছে। আমি থাকি সঙ্গে, আরেকজন নায়িকা থাকে। যে কোনোভাবে দেখা যায়, আমি যে সিনেমায় ছিলাম, এত বছর ধরে থাকি বিগ বাজেটের হলেই নায়িকারা দেখা যায় যে, ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয়।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031