রানওয়েতে বিমান-গরু ধাক্কা, বিমানবন্দরে কাঁটাতারে বেষ্টনীর সুপারিশ
কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়েতে বিমানের পাখার সঙ্গে গরুর ধাক্কা লাগার ঘটনার পর বিমানবন্দরের চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করার সুপারিশ করা হয়েছে।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (ফ্লাইট নং- বিজি ৪৩৪, বোয়িং ৭৩৭) উড়োজাহাজটি মঙ্গলবার সন্ধ্যায় ৯৪ আরোহী নিয়ে কক্সবাজার বিমানবন্দর রানওয়ে ১৭নং ডেল্টা পোস্টের সামনে দিয়ে উড্ডয়নের সময় বিমানের ডানদিকের ডানায় ধাক্কা লেগে দুটি গরু ঘটনাস্থলেই মারা যায়। বিমানটি ৭টা ৫ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে বলে বিমানবন্দর সূত্রে জানা যায়।
ওই ঘটনায় ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ৪ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
