চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শৃঙ্খলার আলো ডেস্ক: চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সম্মেলনকক্ষে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবার সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং সিভিক সেন্টারে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ফেব্রুয়ারি মাসের ১৭টি থানার অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয়। তুলনামূলকভাবে পূর্ববর্তী মাসের এবং বছরের অপরাধ ক্রমান্বয়ে হ্রাস পাওয়ায় তিনি জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অফিসার, অফিসার ইনচার্জসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি এই ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে সচেষ্ট হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। এলাকার অপরাধ পর্যালোচনাপূর্বক গোয়েন্দা তথ্য সংগ্রহ বিশেষ চেকপোস্ট পরিচালনা, আকস্মিক অভিযান পরিচালনা ও নিরাপত্তা টহল অব্যাহত রাখার জন্য অফিসার ইনচার্জসহ সকল পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন।
অপরদিকে কল্যাণ সভায় বিভিন্ন পদবির পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের জন্য তাৎক্ষণিক নির্দেশ প্রদান করেন। পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে বিভিন্ন আভিযানিক সফলতার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে যেমন শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার, শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ সিডিএমএস মামলা নিষ্পত্তিকারী অফিসার, শ্রেষ্ঠ ডিএসবি ওয়াচার কনস্টেবল, শ্রেষ্ঠ ডিএসবি অফিসার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার , শ্রেষ্ঠ ডিবি অফিসার, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ক শ্রেণি, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ খ শ্রেণি, শ্রেষ্ঠ সার্কেল অফিসারদের ক্রেস্ট, আর্থিক পুরস্কার এবং সনদপত্র প্রদান করেন।
উক্ত সভায় জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অফিসার, অফিসার ইনচার্জগণ এবং বিভিন্ন পর্যায়ের অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন। উক্ত সভা সমাপনান্তে পুলিশ সুপার সিভিক সেন্টার পুলিশ লাইন্সের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
বিআলো/শিলি