বান্দরবানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করার আহ্বান করলেন পুলিশ সুপার
শৃঙ্খলার আলো ডেস্ক: বান্দরবান জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বান্দরবান জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। ২৩ মার্চ রবিবার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ আহ্বান করেন তিনি।
এর আগে সকাল ৯টায় নাইক্ষ্যংছড়ি থানাধীন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে গত ২১ মার্চ রাঙ্গাঝিড়ি এলাকায় হত্যার ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশ সুপার।
তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং নিহতের পরিবারের সদস্যদেরকে আশ্বস্ত করেন যে, উক্ত ঘটনার পর পরই থানায় মামলা রুজু হয় এবং পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার করেন। মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায্য বিচার পায় সে বিষয়ে নিহতের পরিবারকে নিশ্চিত করেন।
পরবর্তীতে পুলিশ সুপার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ জনগণের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং যথাযথ নির্দেশনা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন পবিত্র রমজান মাসে চুরি, ছিনতাই, রোড ডাকাতি ও মাদক প্রতিরোধে টহল ডিউটি জোরদার করা হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, বাইশারী এলাকাসহ নাইক্ষ্যংছড়ি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সকল ধর্ম-বর্ণ-গোত্রের সকল সম্প্রদায়ের জনগণ এবং পুলিশসহ অন্যান্য সংস্থার সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
পুলিশ সুপার আরো বলেন, শিশু ও নারীদের সুরক্ষার কথা বিবেচনা করে তাদের জন্য জেলার সদর থানায় সেবামূলক ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম চালু করা হয়েছে। আমাদের ছেলেরা মাদক দ্রব্যের প্রতি আসক্ত না হয়ে পরে তার জন্য পারিবারিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
পরিশেষে নিহত পরিবারের সদস্য ও স্থানীয় জনগণের উপস্থিতিতে মৃত তোয়েবা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময় বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি