• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দেশে স্বৈরাচারের দোসরদের সাথে নতুন দোসর তৈরি হয়েছে: আমিনুল হক 

     dailybangla 
    26th Mar 2025 9:18 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগষ্টের পরে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের সাথে আরও কিছু নতুন দোসর তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

    তিনি বলেন, স্বৈরাচারের এ নতুন দোসররা ক্ষমতার মোহে পরে গেছে। ক্ষমতার লোভ সামলাতে না পেরে তারা বিভিন্ন জায়গায় দেশের রাষ্ট্র কাঠামো সংষ্কার ও স্বৈরাচার শেখ হাসিনারসহ তার দোসরদের বিচারের পরে নির্বাচনের কথা বলছেন।

    বুধবার (২৬ মার্চ) দিনব্যপি রাজধানীর পল্লবী রুপনগর থানার ৬ টি স্হানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এসময় আমিনুল হক বলেন, আমরা দৃঢ় ভাবে বলতে চাই স্বৈরাচার শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোন সম্পর্ক নাই।বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সংষ্কারের সাথে নির্বাচনের কোন সম্পর্ক নাই।

    এসময় তিনি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন,আপনারা সংষ্কার চাচ্ছেন গত ৫ ই আগষ্টের পরে। আর বিএনপি সংষ্কার চেয়েছে ১৩ জুলাই ২০২৩ সালে। প্রায় দুই বছর আগেই আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংষ্কারের কথা বলেছেন।

    এসময় তিনি আরও বলেন, সংষ্কার একটি চলমান প্রক্রিয়া।যা যুগের পর যুগ চলবে। সমস্যা থাকবে তার সমাধান হবে। সমস্যা তৈরি হবে সমাধান হবে কিন্তু সংষ্কার বা স্বৈরাচার শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই বা থাকতে পারে না।

    এসময় বিএনপি এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। সেই ক্ষমতার উৎসকে ধারণ করে জনগণের প্রতি বিশ্বাস ও আস্হা রেখে বিএনপির প্রত্যকটি কর্মকান্ড দলের প্রত্যকটি কর্মপরিকল্পনা হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে। সাধারণ মানুষকে সাথে নিয়েই বিএনপি এগিয়ে যেতে চায়।

    এসময় তিনি আরও বলেন, মানুষ ভোট দিতে চায়। নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকারই পরিপূর্ণ ভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংষ্কার করবে।পরিপূর্ণ ভাবে রাষ্ট্র কাঠামো পূর্ণগঠন করবে এবং স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের আওতায় আনতে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031