ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরে ফেরা যাত্রীদের ঢল নেমেছে যানবাহন ও চলছে ধীর গতিতে
dailybangla
28th Mar 2025 3:53 pm | অনলাইন সংস্করণ
কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। কিছু পোশাক কারখানা ছুটি হওয়ায় আগেভাগে পরিবারে সাথে ঈদের আনন্দ উপভোগ করতে রওনা হওয়ায় মহাসড়কে যাত্রীর চাপ বাড়ছে।
গাজীপুর জেলা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার জানান দুপুরের পর সব কারখানা ছুটি হলে মহাসড়কগুলো আরও চাপ বাড়বে বলে মনে করেন যাত্রী ও পথচারীরা। তবে দীর্ঘ সাড়িতে যানবাহন চলছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় কে কেন্দ্র করে ৫ কিলোমিটার দীর্ঘ সাড়িতে যানবাহন চলাচল করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যানজট মুক্ত রাখতে চেস্টা চালিয়ে যাচ্ছে।
বিআলো/তুরাগ