• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার 

     dailybangla 
    29th Mar 2025 10:32 pm  |  অনলাইন সংস্করণ

    মোঃ আনোয়ার হোসেন, গাজীপুর: গাজীপুর মহানগরীতে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা ডিবি উত্তর বিভাগ। তবে ডিবি ৫ জনকে গ্রেফতার করলে ২ জনকে ডাকাতির প্রস্তুতির মামলা না দিয়ে ননএফআইআর প্রসিকিউশন দেওয়া হয়েছে।

    শনিবার (২৯ মার্চ) রাত আড়াই টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম হোসেন পিপিএম-সেবা এর নেতৃত্বে এসআই মোঃ ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ জিএমপি সদর থানার হাজীবাগ এলাকায় অভিযানে যায়।

    এসময় জনৈক আরজুর বাড়ীর দক্ষিণ পাশে জনৈক নূরা মাতবর এর ফাঁকা জায়গা থেকে প্রণয় সরকারের কাছ থেকে ০১ টি লোহার চা-পাতি চাকু ও ০১ (এক) টি লোহার চাইনিজ কোড়াল, মোঃ আনিছের কাছ থেকে ০১ টি স্টিলের সুইচ গিয়ার ও ০১ টি স্টিলের প্লাস, মোঃ সোহাগ মিয়ার কাছ থেকে ০১ টি লোহার পাইপের হাতলওয়ালা চাপাতিসহ গ্রেফতার দেখিয়ে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় জিএমপি সদর থানায় ৬১ নং মামলাটি রুজু করা হয়েছে। সেই সাথে গ্রেফতারকৃত হাজীবাগ এলাকার মোঃ হুমায়ুন কবিরের ছেলে সাদ্দাম এবং কাজীবাড়ী এলাকার মোঃ নুর হোসেনের ছেলে আবু তাহেরের বিরুদ্ধে জিএমপি অধ্যাদেশের ৭৬ ধারার বিধান মতে সদর থানায় ৪/২৫ নং ননএফআইআর রুজু করা হয়।

    গ্রেফতারকৃত ৫ আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    আদালত সূত্রে জানা যায়, জিএমপি অধ্যাদেশের ৭৬ ধারায় গ্রেফতারকৃত ২ আসামী আদালতে ১ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পেয়েছে। আর ডাকাতি প্রস্তুতি মামলার ৩ আসামী C/w মূলে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

    এবিষয়ে জানতে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের ডিসি মহিউলের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও উনি ফোন রিসিভ করে নি। হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানো হলেও সাড়া দেন নি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930