মির্জাগঞ্জে দৈনিক বাংলাদেশের আলোর সৌজন্যে ইফতার মাহফিল
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে মির্জাগঞ্জে দৈনিক বাংলাদেশের আলো’র সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সুবিদখালী তিন রাস্তার মোড়ে দৈনিক বাংলাদেশের আলো’ এর প্রতিনিধি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, এবং বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিরাজুল ইসলাম, যুবদলের আহবায়ক গাজী রাশেদ সামস, প্রেসক্লাব মির্জাগঞ্জের সভাপতি রফিকুল ইসলাম জোমাদ্দার, শ্রমিক দল নেতা নাসির হাওলাদার, ওলামা দল নেতা নেছার উদ্দিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, মাওলানা মো. আবুল কালাম আজাদ।
বিআলো/তুরাগ