মতলববাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন শাহজাহান সরদার
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মতলববাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. শাহজাহান সরদার।
এ সময় তিনি সকল মলিনতা আর কলুষতাকে ধুয়ে মুছে পরিষ্কার করে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহবান জানান।
এছাড়াও সাম্য, ন্যায়, ভ্রাতৃত্ব,ঐক্য, দয়া, সহানুভূতি ও মানবতাবাদী সমাজ গড়তে ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব ভেদাভেদ ভুলে দেশকে আরেও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ এ শুভেচ্ছা বার্তায় শাহজাহান সরদার বলেন, ‘ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সারা বিশ্বে। ঈদ আমাদের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে।’
এ সময় তিনি পবিত্র ঈদুল ফিতর এর আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে সকল অনৈক্য ও বিভেদ দূর হবে বলে প্রত্যাশা করেন।
বিআলো/শিলি