নারায়নগঞ্জ কদম রসুল ব্রিজ নির্মানের চুক্তি স্বাক্ষর
dailybangla
30th Mar 2025 3:49 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: এলজিইডি সদর দপ্তরে কদম রসুল ব্রিজ নির্মানের চুক্তি স্বাক্ষরিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) এলজিইডির প্রধান প্রকৌশলী চলতি দায়িত্ব মো. আব্দুর রশিদ মিয়ার উপস্থিত এ এলজিইডির পক্ষে প্রকল্প পরিচালক হরিকিস্কর মোহন্ত এবং চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান জেবি অব জিবিসি জি এস ডিসি প্রতিনিধি ওয়াং জিয়াওয়ুন সহকারী মহাব্যবস্থাপক, জিবিসি জি এস ডিসি চীন, চুক্তি স্বাক্ষর করেন।
বিআলো/তুরাগ