• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ডিসেম্বর সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন 

     dailybangla 
    02nd Apr 2025 1:57 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বর সামনে রেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জুলাইয়ের প্রস্তুতি শেষ করে অক্টোবরে তফসিল দেওয়ার লক্ষ্য তাদের। এর অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, দল নিবন্ধন থেকে শুরু করে চলছে নীতিমালা সংশোধন, কেন্দ্র স্থাপন ও কর্মকর্তাদের প্যানেল তৈরির কাজ।

    গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর নানামুখি রাষ্ট্র-সংস্কারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোটের ডেটলাইন থাকলেও দ্রুত দরকারি সংস্কার শেষে নির্বাচন চেয়ে আসছে বিএনপি। তবে সময় দিতে রাজি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলাম।

    সংস্কার আগে না নির্বাচন- এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও বিতর্কে সামিল হতে চায় না কমিশন। সেজন্য ডিসেম্বর ধরেই চলছে কার্যক্রম। নিবন্ধিত দলসহ অংশীজনদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ না করলেও বিএনপি-জামায়াতসহ কয়েকটি দলের সঙ্গে বৈঠকও সেরেছে ইসি।

    জুনে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, নীতিমালা-বিধিমালা তৈরিসহ অগ্রাধিকারমূলক কাজ এগুচ্ছে পরিকল্পনা মতোই। আর এ কাজে আগের আইনকেই সামনে রাখছে ইসি।

    নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘অক্টোবরে যদি তফসিল ঘোষণা করতে হয় তাহলে জুলাই-আগস্ট মাসের মধ্যে আমাদের সকল প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এটি একটি বিশাল কর্মযজ্ঞ, সেই লক্ষেই আমরা এগিয়ে যাচ্ছি।’

    কমিশন বলছে, তাদের মূল লক্ষ্য ডিসেম্বরে নির্বাচন আয়োজন। সেজন্য অক্টোবরে তফসিল ঘোষণা ধরেই গুছিয়ে রাখা হচ্ছে কাজ।

    মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা বরাবরই বলে আসছি, ‘প্রধান উপদেষ্টা ডিসেম্বরকে টার্গেট করেই নির্বাচন নিয়ে সরকারের দিক থেকে প্রস্তুতি নিচ্ছে। আমরাও ডিসেম্বরকে টার্গেট করে আমাদের সব কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। কোনো প্রকার পক্ষপাতিত্বহীন, নিরপেক্ষভাবে এই কমিশন কাজ করতে সক্ষম।’

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930