• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাবেক পুলিশ কর্মকর্তার অবৈধ দখল থেকে মুক্তিযোদ্ধার জমি উদ্ধার 

     dailybangla 
    04th Apr 2025 5:57 pm  |  অনলাইন সংস্করণ

    সেতু আক্তার, ফরিদপুর প্রতিনিধি: ঘুষ-দুর্নীতিতে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ দখলকরা মুক্তিযোদ্ধার ১৫ শতক জমি উদ্ধার করে জমির প্রকৃত মালিকগণ মুক্তিযোদ্ধার পরিবারের কাছে হস্তান্তর করেছেন আদালত।

    আজ শুক্রবার (৪এপ্রিল) সকালে ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর বাজারে পাকা রাস্তা সংলগ্ন অবৈধ দখলকৃত উক্ত জমি সরকারী সার্বেয়ার দ্বারা মেপে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। জমিটি আছাদুজ্জামানের দখলমুক্ত হওয়ায় এলাকার বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

    এর আগে উক্ত জমিতে আছাদুজ্জামানের তৈরি অবৈধ মার্কেট ভেকু দিয়ে গুড়িয়ে দেয় স্থানীয়রা।

    স্থানীয়রা জানান, আছাদুজ্জামান যখন ডিএমপি কমিশনার ছিলেন তখন থেকেই তার গ্রামের এলাকায় বিভিন্ন মানুষের জমি দখল শুরু করেন। তবে আওয়ামীলীগ সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী পুলিশ কর্মকর্তা হওয়ায় কেউ তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস পেত না।

    বীর মুক্তিযোদ্ধা এটিএম নাসির উদ্দিন আহমেদের ছেলে এস.এম রেজওয়ান জানান, গত ৯৭ সালে স্থানীয় মোসলেম গংদের নিকট থেকে উক্ত ১৫ শতক জমি ক্রয় করে দখল গ্রহণ করি। এরপর ২০১৬ সালে ততকালীন পুলিশের ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ক্ষমতার প্রভাব খাটিয়ে আলফাডাঙ্গা থানায় আমাদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে রাতারাতি আসাদুজ্জামান মিয়া উক্ত জায়গায় মার্কেট নির্মাণ করেন। তিনি আওয়ামীলীগের আশীর্বাদ পুষ্ট ও দুর্নীতিবাজ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের ঘনিষ্ঠ পুলিশের ডিএমপি কমিশনার হওয়ায় আমরা আছাদুজ্জামানের অবৈধ দখলের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারিনি।

    ৫ আগষ্টে এসকল জুলুমবাজ অপশক্তির পতনের পর দীর্ঘ ৯ বছর পরে আদালত অবৈধ দখলমুক্তকরে আজ ঢাকঢোল বাজিয়ে আমাদের কাছে হস্তান্তর করেছেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031