পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া সংস্কৃতির অংশ নয়: উপদেষ্টা ফরিদা
dailybangla
07th Apr 2025 2:32 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: পহেলা বৈশাখে পান্তা ভাতের সঙ্গে ইলিশ খাওয়া যাবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া বাংলা সংস্কৃতির অংশ নয়। যারা ইলিশ কিনে খাবেন তারা আইনের লঙ্ঘন করবেন।
ফরিদা আখতার বলেন, ঢাকা শহরে আরোপিত সংস্কৃতি তৈরি করা হয়েছে। পান্তা ভাতের সঙ্গে ভর্তা, মরিচ বা অন্য মাছ খেলে তো অসুবিধা নেই। জাটকা সংরক্ষণ করতে হবে। আগামী ৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে।
বিআলো/শিলি