কক্সবাজারে টিআরসি নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
সুমন সরদার: কক্সবাজার জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কক্সবাজার জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে কার্য সম্পাদন করার লক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফ্রিং প্যারেড অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়োগ কার্যক্রম সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন কক্সবাজার জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ফেব্রুয়ারি-২০২৫ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন।
পুলিশ সুপার নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন।
তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার, বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফরহাদ সরদার, পিপিএম, কক্সবাজার পুলিশ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সন্দীপন রুদ্রসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ।
বিআলো/শিলি