ইসরাইলের বর্বর হামলায় গাজায় ৬৪ ফিলিস্তিনি নিহত
dailybangla
19th Apr 2025 2:54 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় আরও ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত চলা এসব হামলায় একটি পরিবারের ১০ সদস্য প্রাণ হারান। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের বেশিরভাগই গাজা শহর ও উত্তর গাজার বাসিন্দা হলেও দক্ষিণের খান ইউনিস ও রাফাহ অঞ্চলেও ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। বিশেষ করে রাফাহর শাবৌরা ও তাল আস-সুলতান এলাকায় ঘাঁটি স্থাপন করে, শহরটিকে খান ইউনিস থেকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলে ইসরায়েলি বাহিনী।
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, গাজা যুদ্ধে লক্ষ্য অর্জনে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) তাদের অভিযান অব্যাহত রেখেছে। জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করাই এই সামরিক অভিযানের মূল লক্ষ্য বলে জানান তিনি।
বিআলো/শিলি