• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচনি আসনের সীমানা পুনর্বিন্যাসসহ সকল পদক্ষেপই জরুরি: সালাউদ্দিন মোল্লা 

     dailybangla 
    20th Apr 2025 1:34 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সালাউদ্দিন মোল্লা বলেছেন, আমরা আমাদের দেশপ্রেম, বিবেক ও দায়িত্ব বোধ থেকে চাই যে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার ও নির্বাচনি আসনের সীমানা পুনর্বিন্যাসসহ সকল পদক্ষেপই জরুরি। আমরা আমাদের যায়গা থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সংস্কারের কথা যেমন ভাবি তেমনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চাই গ্রহণযোগ্য সুষ্ঠু অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন। তাই প্রসঙ্গক্রমে আসে নির্বাচনের পূর্বে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের কথা। বর্তমান নির্বাচন কমিশন ভোটার লিস্ট হালনাগাদের কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছে।

    তিনি গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে ‘জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার ও নির্বাচনি আসনের পুনর্বিন্যাস’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এ সময় তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনিরুল হক চৌধুরী।

    সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, সাবেক জাসাস সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম ও সংগঠনের নেতৃবৃন্দ।

    তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধানও নির্বাচনের পুনঃ পুনঃ দুইটা তারিখ ঘোষণা করেন- ডিসেম্বর-২০২৫ ও জুন-২০২৬। নির্বাচন করার প্রত্যাশিত ব্যক্তি ও সচেতন নাগরিক বা বিভিন্ন দলের আগ্রহী প্রার্থীগণ সীমানা পুনর্বিন্যাসের বিষয়ে নির্বাচন কমিশন বরাবর প্রায় ৫৫টি আসনের বিপরীতে ৪০০-র অধিক আবেদন করেছেন, এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন অদ্যবধি কোনো পদক্ষেপ নিয়েছেন বলে আমরা জানতে পারিনি ।

    যা জানতে পেরেছি, সীমানা পুনঃবিন্যাস আইনের কিছুটা সংশোধনীর জন্য নির্বাচন কমিশন চেষ্টা করে যাচ্ছে। উহা কার্যকর করতে না পারলে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার গঠিত বিদ্যমান নির্বাচনি সীমানায়- নির্বাচন করার কথা বলেছেন যা গত ৮ এপ্রিল ২০২৫ বিভিন্ন দৈনিক পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি, ইহা অত্যন্ত পরিতাপ ও দুঃখজনক বটে। এহেন সিদ্ধান্ত আমরা দেশপ্রেমিক সচেতন নাগরিকগণ কোনো অবস্থায় মেনে নিতে পারি না।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930