গত একদিনে সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৪২
dailybangla
25th Apr 2025 6:00 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে ১ হাজার ৬৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭২ জন। এছাড়া অন্যান্য ঘটনায় ৫৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুইটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা ও একটি সুলফি উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিআলো/শিলি