রোমে ‘বাংলাদেশ হাউস’ পরিদর্শন করলেন ড. ইউনূস
dailybangla
26th Apr 2025 1:31 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার ইতালির রাজধানী রোমে অবস্থিত (বাংলাদেশ দূতাবাস) বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন।
এ সময় প্রধান উপদেষ্টা সেখানে রাখা পরিদর্শন বইয়ে সই করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে অধ্যাপক ইউনূস বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। আজ শনিবার পোপের অন্ত্যেষ্টিক্রিয়া হবে।
গতকাল প্রধান উপদেষ্টা ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গিয়ে প্রয়াত পোপের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সূত্র: বাসস
বিআলো/শিলি