কালিহাতীতে ইসলামী আন্দোলনে সম্মেলন অনুষ্ঠিত
dailybangla
26th Apr 2025 7:06 pm | অনলাইন সংস্করণ
নূর নবী (রবিন) টাঙ্গাইল উত্তর: কালিহাতীতে ইসলামী আন্দোলনে উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কালিহাতী উপজেলা ইসলামী আন্দলোন কার্যালয়ে ইসলামী আন্দোলনে উপজেলা সভাপতি মোজাম্মেল হক লাভলু সভাপতিত্বে সম্মেলন হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, টাঙ্গাইল জেলা ইসলামী আন্দোলনে সভাপতি আকরাম আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা ইসলামী আন্দোলনে সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, জেলা সেক্রেটারি মুহাম্মাদ আখিনুর মিয়া, জেলা সদস্য সাইফুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন, জেলা সদস্য রেজাউল করিম। সম্মেলন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ইসলামী আন্দোলন সেক্রেটারি জামিল আল মামুন। উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনে মাধ্যমে মোজাম্মেল হক লাভলুকে সভাপতি ও জামিল আল মামুন সেক্রেটারি সিদ্ধান্ত নিয়ে নির্বাচিত করা হয়।
বিআলো/তুরাগ