• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মে দিবসে শ্রমিক দলের সমাবেশে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের শোডাউন 

     dailybangla 
    01st May 2025 10:48 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিকদলের সমাবেশে ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ এর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক শোডাউন করেছে।

    এসময় দলের নেতাকর্মীরা সমাবেশে ‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’౼সহ বিভিন্ন স্লোগানে নয়াপল্টনে দলের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়।

    সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদল, জাসাস সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

    দুপুর দুইটায় সমাবেশ শুরুর আগেই ১২টার দিকে নয়াপল্টনের ঐ প্রধান সড়কটি নেতাকর্মীদের সমাগমে পূর্ণ হয়ে যায়। এর আগে থেকে সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশে আগত নেতাকর্মীর উপস্থিতি নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর এলাকা ছাড়িয়ে যায়। নেতাকর্মীরা রঙিন টুপি, টি-শার্ট, ব্যানার ও ঢোল-বাদ্য নিয়ে উপস্থিত হন সমাবেশে।

    সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সুমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, উত্তরের সদস্য সচিব কামরুল জামান প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930