• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ৩ দিনে রাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ করাসহ ৪ দাবিতে সংবাদ সম্মেলন 

     dailybangla 
    05th May 2025 6:20 pm  |  অনলাইন সংস্করণ

    তাজনিন নিশাত ঋতু, রাবি: আগামী তিনদিনের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করাসহ চার দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে রাকসু ভবনের সামনে ‘সচেতন শিক্ষার্থী সমাজ’- এর ব্যানারে এই সংবাদ সম্মেলন করা হয়।

    দাবিগুলো হলো- আগামী তিনদিনের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে। ২৮ এপ্রিলের পরে ভর্তি হওয়া কোনো শিক্ষার্থীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না; রাকসু নির্বাচনের নির্ধারিত সময়সূচি মেনে পূর্ণাঙ্গ পরিকল্পনা ও রাকসুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে; রাকসু নির্বাচন কমিশনকে আগামী ৭ দিনের মধ্যে সকল স্টেইকহোল্ডারের সাথে আলোচনা করে রাকসুর তফসিল ঘোষণা করতে হবে এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত বাইক প্রবেশে নিষেধাজ্ঞা ও বহিরাগত প্রবেশ সীমিত করতে হবে।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক রাবি শাখার সভাপতি এস.এম সালমান সাব্বির।

    তিনি বলেন, বিগত ৩৬ বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাকসু নির্বাচনের দাবী জানিয়ে আন্দোলন ও সংগ্রাম করে আসছে। চব্বিশের বিপ্লব পরবর্তী সময়ে এসেও শিক্ষার্থীদের এই রাজনৈতিক অধিকার এখনো বাস্তবায়িত হয়নি। জুলাই অভ্যুত্থানের ৯ দফা দাবির অন্যতম প্রধান দাবি ছিল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত আয়োজন ও লেজুড়বৃত্তিক রাজনীতির অবসান ঘটানো। এই দাবির মূল লক্ষ্য ছিল ছাত্রসমাজকে ইতিবাচক গণতন্ত্র চর্চায় সম্পৃক্ত করা এবং জাতীয় রাজনীতিতে নেতৃত্বের মাধ্যমে জাতীয় সংকট দূর করা।

    রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের বিভিন্ন অংশের কার্যক্রম ও দৃষ্টিভঙ্গি দুঃখজনক ও প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেও বারবার তা উপেক্ষিত হয়েছে। গত ১৩ এপ্রিল নির্বাচনী আচরণবিধি প্রকাশের কথা থাকলেও তা আজ অবধি প্রকাশ করা হয়নি। সর্বশেষ গত ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা আটকানো হয়েছে বলেই আমরা শিক্ষার্থীরা মনে করছি। আজ ৫ মে, এখনো পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়নি।

    তিনি আরও বলেন, যথাসময়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে না পারায় রাকসু নিয়ে বিভিন্ন মহলের অপকৌশলের সন্দেহ তৈরি করে। আমাদের স্পষ্ট দাবি- গত ২৮ এপ্রিল পর্যন্ত যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব ছিল, শুধু তারাই এই রাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এটি করা না হলে, তা হবে নির্বাচন বানচালের অপচেষ্টা ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

    সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাবির সমন্বয়ক মেহেদী সজীব, আকিল বিন তালেব, সালাহউদ্দিন আম্মার, ফাহিম রেজা-সহ বিভিন্ন বিভাগের অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930