নারী সংস্কার কমিশনের সুপারিশ সরকারি সিদ্ধান্ত নয়: আসিফ নজরুল
dailybangla
06th May 2025 6:06 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নারী সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো মুখ খুললেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের পেশ করা সুপারিশ নিয়ে নানা বিতর্ক চলছে। হেফাজতে ইসলামসহ ইসলামি দলগুলো এর কড়া প্রতিবাদ জানিয়েছে এবং বিভিন্ন কর্মসূচি পালন করছে।
এই অবস্থায় মঙ্গলবার (৬ মে) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ ব্যাপারে কথা বলেন।
আইন উপদেষ্টা জানান, নারী বিষয়ক সংস্কার কমিশন যে সুপারিশ করেছে এটা সরকারি কোনো সিদ্ধান্ত নয়। বড় ধরনের কোনো সংস্কার করতে হলে জাতীয়ভাবে ঐকমত্য হতে হবে।
নারী কমিশনের সুপারিশ নিয়ে কারও কোনো ভিন্নমত থাকলে সেটা সহনশীলতা এবং শালীনতার মাধ্যমে পেশ করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা।
বিআলো/শিলি