• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আসন্ন বাজেটে শিক্ষাখাতে জিডিপি’র ৫% বরাদ্দের দাবি বিএমজিটিএ’র 

     dailybangla 
    09th May 2025 8:04 pm  |  অনলাইন সংস্করণ

    আমিনুল ইসলাম: এমপিও ভুক্ত শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জিডিপি’র ৫ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)।

    আজ ০৯ মে শুক্রবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খা হল রুমে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয় । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ মাদরাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: হারুন অর রশিদ।

    এ সময়ে তিনি বলেন, গত ২০২৪-২০২৫ অর্থ বছরে শিক্ষা খাতে ৯৪ হাজার ৭১১ কোটি টাকা বরাদ্দের করা হয়েছিল, যা জাতীয় বাজেটের ১১ দশমিক ৮৮ শতাংশ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে জাতীয় বাজেটের ১৫-২০% বা জিডিপির ৪-৬% বরাদ্দ দেওয়ার অঙ্গীকার থাকলেও বাংলাদেশের বরাদ্দ উভয় মানদণ্ডে অনেক কম। যার নেতিবাচক প্রভাব প্রান্তিক জনগোষ্ঠীর ওপর পড়ে। তা ছাড়া গত অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৪৪ হাজার ১০৮ কোটি টাকা এবং কারিগরি ও মাদরাসা খাতে বরাদ্দ ছিল ১০ হাজার ৬০২ কোটি টাকা। যা জিডিপি’র ১ দশমিক ৬৯ শতাংশ।

    ইউনেস্কোর পরামর্শ হলো একটি দেশের শিক্ষাখাতে জিডিপি’র ৬ শতাংশ বরাদ্দ দেয়া। অথচ আমাদের দেশে এখন পর্যন্ত ২ শতাংশ বরাদ্দ রাখেনি কোন সরকার। লিখিত বক্তব্যে তিনি,বেসরকারি শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান,সরকারি নিয়মে মেডিকেল ও বাড়ি ভাড়া প্রদান,মাদরাসার সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড প্রদান,অনুপাত প্রথা বাতিল করে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান,স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিও ভুক্তকরণ, শিক্ষা কমিশন গঠন,NTRC এর মাধ্যমে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক,সুপার, সহ সুপার নিয়োগ প্রদান,মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, মাদরাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ প্রদান দাবি জানান।

    সংগঠনের মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় এ সময়ে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, কে এমন শামীম, মোহাম্মদ আলী,আব্দুল হাই,ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো:এলিন তালুকদার, অর্থ সম্পাদক আলাউদ্দিন, রেজাউল হক মন্ডল, আরমান শাহজাদা, রিপন খন্দকার, সালেহ উদ্দিন, আসাদুজ্জামান রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমূখ ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031