• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আমি সম্পূর্ণভাবে এই যুদ্ধের বিপক্ষে: কবীর সুমন 

     dailybangla 
    09th May 2025 10:40 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: পেহেলগামে সন্ত্রাসী হামলার ‘বদলায়’ ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার বিরুদ্ধে মত দিয়েছেন ভারতীয় সংগীত শিল্পী কবীর সুমন।

    তিনি স্পষ্ট করে বলেছেন তিনি যুদ্ধের সম্পূর্ণ ‘বিরুদ্ধে’।

    সুমন বলেন, “সে যুদ্ধ যেই করুক, যারাই করুক, যেভাবেই করুক, আমি যুদ্ধ বিরোধী ব্যক্তি।”

    চলতি মাসের ৭ তারিখ প্রথম প্রহরে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে হামলা চালায় ভারত। তার পাল্টায় গোলাবর্ষণসহ সামরিক জবাব দেয় পাকিস্তানও। এ সংঘাতে দুই দেশ মিলিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত, মৃত্যু হয়েছে ৪৬ জনের। ভারত এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশ সিঁদুর’।

    ভারত ও পাকিস্তান দুই দেশের তারকারাই এ হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। কবীর সুমন নিজের প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের সংবামাধ্যম ‘দ্য ওয়ালের’ কাছে।

    যুদ্ধের বিরুদ্ধে নিজের লেখা গানের প্রসঙ্গও সেখানে তুলে ধরেন সুমন।

    তিনি বলেন, “আমি তো লিখেছিলাম আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা। সেই গান আজ সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মনে পড়বে।”

    দেশভাগ নিয়ে খেদের কথা ফের শোনা যায় সুমনের মুখে।

    তিনি বলেন, “এই দেশ যখন ভাগ হয়েছিল, আমার অনুমতি নিয়েছিল কেউ? দেশের কোনো মানুষের অনুমতি নিয়েছিল কেউ? দেশের নেতারা কোনো জনগণের অনুমতি নিয়েছিল? আমি উপমহাদেশের নাগরিক! কিসের ভিত্তিতে আমার দেশ ভাগ হয়েছিল?

    “আমি ১৯৪৯ সালে জন্মেছিলাম। আমি কোথায় জন্মালাম? তখন তো আমার কোন ব্যক্তিগত পছন্দ ছিল না! আমি তখন থেকেই সব জিনিস সন্দেহের চোখে দেখি। দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি। সেখানে মানবপ্রেম নেই। মানুষের জন্য প্রেম নেই, প্রাণীদের জন্য প্রেম নেই।”

    যুদ্ধ ‘একেবারেই কাম্য নয়’ মন্তব্য করে সুমন বলেন, “একবার ভেবে দেখুন বন্ধু, একটা যুদ্ধ হচ্ছে অস্ত্র চালাচ্ছি আমরা, অথচ কতগুলো প্রাণ হারাচ্ছে যারা এই পৃথিবীর কোনও ক্ষতি করেনি। কতগুলো গাছ পুড়ে যাচ্ছে, গাছ ধ্বংস নিয়ে কোনও নেতার কোন মাথাব্যথা নেই। আর যারা দেশপ্রেম দেখাচ্ছেন, তারা এই গাছেদের পুড়ে যাওয়া, গাছের সঙ্গে কত নিরীহ পাখি, পোকামাকড় মারা যাওয়া নিয়ে কিছু বলছেন না। জল বিষাক্ত হয়ে যাচ্ছে। এই নিয়ে কারও হেলদোল নেই।

    “সিঁদুর দেখাচ্ছে? কীসের ‘অপারেশন সিঁদুর! আর বেশি বলতে চাই না। আমার মুখ দিয়ে এবার আর বললে খারাপ খারাপ কথা বেরোবে! আমি ৭৭ বছরের বৃদ্ধ। আমি সম্পূর্ণভাবে এই ‘দেশপ্রেমের’ বিরুদ্ধে এবং এই যুদ্ধের বিরুদ্ধে।”

    সুমনের কথায়, “শেষ কথা এটাই বলি, যে ধর্মের নামে যুদ্ধ হয় আমি সেই ধর্মকে স্বীকার করি না। সেই ধর্মকে আমি ধিক্কার জানাই। যে মতবাদ যুদ্ধ ঘটায় তাকে আমি ধিক্কার জানাই।”

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031