• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 

     dailybangla 
    11th May 2025 9:42 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী এক আলোচনা সভায় বক্তারা অবিলম্বে শরীয়তপুরে একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং পদ্মা সেতুর সংযোগ সড়ক থেকে জেলা শহর পর্যন্ত সড়ককে চার-লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন।

    তারা শরীয়তপুরকে একটি অবহেলিত ও পশ্চাতপদ জেলা হিসেবে ঊল্লেখ করে এ জেলার আর্থ-সামাজিক ও শিক্ষার উন্নয়নে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহনের আহবান জানান।

    শিক্ষা বিষয়ক সাময়িকী “বিশ্ববিদ্যালয় পরিক্রমার” উদ্দোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় শরীয়তপুর সদর উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে এই সংবর্ধনা সভা ও “শিক্ষা সংস্কৃতির বিকাশ ও মাদক নিয়ন্ত্রণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বিশ্ববিদ্যালয় পরিক্রমা-এর প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে ও সাংবাদিক মিরাজ সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।

    আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, গেস্ট অফ অনার হিসেবে শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হাবিবুর রহমান পলাশ এবং বিশেষ অতিথি হিসেবে নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম সাইদুর রহমান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদ আল হোসাইন,শরীয়তপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহিন সরকার, সাংবাদিক শেখ খলিলুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শরীয়তপুর কার্যালয়ের কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।

    প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কিরণ বলেন তিনি শরীয়তপুরে একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে যোগােযাগ অব্যাহত রেখেছেন। কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য স্থান নির্বাচনের জন্য কাজ করছেন বলেও জানান সাবেক এই সংসদ সদস্য।

    অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, সামাজিক মূল্যবোধ জাগ্রতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।তারা বলেন, তরুণ প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দেওয়া গেলে দেশ গড়ার স্বপ্ন সফল হবে। অনুষ্ঠান শেষে জেলার দুই শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930