আওয়ামী লীগের সাবেক এমপি ও সংগীতশিল্পী মমতাজ গ্রেপ্তার
dailybangla
13th May 2025 1:34 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের একাধিক মামলায় অভিযুক্ত মানিকগঞ্জ-২ আসনের পলাতক সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
১২ মে (সোমবার) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানায় পুলিশ।
বিআলো/তুরাগ